উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ
প্রতিষ্ঠাকাল - ১৯৮৭ খ্রিঃ


  • অধ্যক্ষের বার্তা



    • যোগ্য ও দক্ষ মানব সম্পদ গঠনে গুনগত শিক্ষার বিকল্প নেই। তাই ‍শিশু কিশোরদের তথ্য প্রযুক্তিসমৃদ্ধ, নৈতিক মূল্যবোধসম্পন্ন, বিজ্ঞান ভিত্তিক আধুনিক পাঠক্রমিক শিক্ষার সমন্বয়ে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মা নের মহানব্রত নিয়ে কাজ করছে উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানে  রয়েছে অত্যাধুনিক বিজ্ঞানাগার, ডিজিটাল কম্পিউটার ল্যাব, দূরের শিক্ষার্থীদের  জন্য হোস্নেটেলের ব্যবস্থা, একই বিদ্যালয়ে  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা  সমাপ্ত করনের সুবিধা। ক্রান্তিকালের এ রুপকল্পের সফল বাস্তবায়নে প্রয়োজন পঞ্চমূখী তথা- শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কমিটি ও সরকারের সর্বত্মক সহযোগীতা। সময়ের দাবী মেটাতে প্রযুক্তিগত উন্নয়নের যুগে আমাদের  রয়েছে একটি ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রাসঙ্গিক বিষয়াবলীর হালনাগাদ তথ্য জানাতে পারছি। এ ওয়েবসাইটে আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে প্রত্যেক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ সকলের বিস্তারিত তথ্য আছে। বিদ্যালয়ের দৈনন্দিন কর্মকান্ড বিশেষ করে শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন বিজ্ঞপ্তি ও তাদের পরীক্ষার ফলাফল ইত্যাদি বিষয়ে তথ্য প্রকাশিত হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এর সাথে একাত্বতা ঘোষণা করে প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়েই আমরাও আমাদের প্রতিষ্ঠানটিকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে চাই।

    I am very happy to know that our organization has a dynamic website. This is the era of technological development. So there is no alternative to dynamic website to meet the demands of time. Through dynamic website we can get instant decision and updated information on various matters of the institution. This website has detailed information about every teacher, staff and student from the history of our college establishment. The daily activities of the school and college especially the various notifications related to the students and their examination results etc. are published. By declaring solidarity with the Honorable Prime Minister's Vision-2021, we also want to advance our organization towards development through technological development.



  • কপিরাইট © 2024 উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি